AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুমরাহর প্রশংসা করলেন ক্যারিবিয়ান প্রাক্তন তারকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৬ পিএম, ২০ এপ্রিল, ২০২৪
বুমরাহর প্রশংসা করলেন ক্যারিবিয়ান প্রাক্তন তারকা

ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বিপদজনক বোলার ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।যে কোন ধরনের উইকেটেই তিনি যে কতটা বিপদজনক পেসার তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। উইকেটে পেসারদের জন্য সাহায্য থাকুক বা না থাকুক, বুমরাহ কিন্তু সেই উইকেটেই একেবারে নাকানিচুবানি খাইয়ে দেন ব্যাটারদের। সুইং বোলিং হোক,রিভার্স সুইং, ইয়র্কার বা স্লোয়ার যে কোনধরনের বোলিং করতেই সিদ্ধহস্ত তিনি। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ, সবেতেই তাঁর পারফরম্যান্স অনবদ্য। আর সেই কথার প্রতিধ্বনি যেন শোনা গিয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা পেসার ইয়ান বিশপের গলাতে। তাঁর মতে বুমরাহ পেস বোলিংয়ের প্রফেসর। তাঁর উচিত এই পেস বোলিং নিয়ে লেকচার দেওয়া।

বিশপের মতে পেস বোলিং নিয়ে বুমরাহর যা জ্ঞান রয়েছে ,বল দুইদিকেই সুইং করানোর যে ক্ষমতা রয়েছে তাতে যে কোন উঠতি বোলারের কাছে বুমরাহ আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারেন। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিশপ মন্তব্য করেছেন।  বেশি বিলম্ব না করে এখন থেকেই বুমরাহকে শিক্ষকতায় হাতেখড়ির পরামর্শই দিচ্ছেন ক্যারিবিয়ান তারকা।

তিনি লিখেছেন ‍‍` আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি বুমরাহকে পেস বোলিংয়ের উপর পিএইচডিতে ভূষিত করতে চাই। ও একজন অসাধারণ কমিউনিকেটর। ওর জ্ঞান অসীম। আমি চাইব নবীন উঠতি পেস বোলারদের জন্য বুমরাহ সময় করে লেকচার দিক। এইভাবেই ওর কাছ থেকে শিখতে পারবে তরুণরা। যে কোন ক্রিকেট খেলিয়ে দেশের যে কোন বিভাগের উঠতি পেসারদের জন্য ও লেকচার দিতে পারবে। আমি ও কবে অবসর নিচ্ছে বা নেবে তার জন্য অপেক্ষা করে থাকব না।‍‍`

এক দিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছে মুম্বাই ।এই ম্যাচেই পাঞ্জাব ব্যাটারদের একেবারে কাঁদিয়ে দিয়েছেন বুমরাহ। অনবদ্য পেস বোলিংয়ের স্পেল করেছেন তিনি।চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ২১ রান। অর্থাৎ ইকোনমি রেট ৬ রানের ও কম। নিয়েছেন তিনটি উইকেট। স্যাম কারেন,রিলি রসউ এবং শশাঙ্ক সিংকে আউট করেন তিনি। ফলে ম্যাচের সেরা ও হয়েছেন তিনি। এই মুহূর্তে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বুমরাহ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন।

ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বিপদজনক বোলার ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।যে কোন ধরনের উইকেটেই তিনি যে কতটা বিপদজনক পেসার তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। উইকেটে পেসারদের জন্য সাহায্য থাকুক বা না থাকুক, বুমরাহ কিন্তু সেই উইকেটেই একেবারে নাকানিচুবানি খাইয়ে দেন ব্যাটারদের। সুইং বোলিং হোক,রিভার্স সুইং, ইয়র্কার বা স্লোয়ার যে কোনধরনের বোলিং করতেই সিদ্ধহস্ত তিনি। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ, সবেতেই তাঁর পারফরম্যান্স অনবদ্য। আর সেই কথার প্রতিধ্বনি যেন শোনা গিয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা পেসার ইয়ান বিশপের গলাতে। তাঁর মতে বুমরাহ পেস বোলিংয়ের প্রফেসর। তাঁর উচিত এই পেস বোলিং নিয়ে লেকচার দেওয়া।

বিশপের মতে পেস বোলিং নিয়ে বুমরাহর যা জ্ঞান রয়েছে ,বল দুইদিকেই সুইং করানোর যে ক্ষমতা রয়েছে তাতে যে কোন উঠতি বোলারের কাছে বুমরাহ আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারেন। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিশপ মন্তব্য করেছেন।  বেশি বিলম্ব না করে এখন থেকেই বুমরাহকে শিক্ষকতায় হাতেখড়ির পরামর্শই দিচ্ছেন ক্যারিবিয়ান তারকা।

তিনি লিখেছেন ‍‍` আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি বুমরাহকে পেস বোলিংয়ের উপর পিএইচডিতে ভূষিত করতে চাই। ও একজন অসাধারণ কমিউনিকেটর। ওর জ্ঞান অসীম। আমি চাইব নবীন উঠতি পেস বোলারদের জন্য বুমরাহ সময় করে লেকচার দিক। এইভাবেই ওর কাছ থেকে শিখতে পারবে তরুণরা। যে কোন ক্রিকেট খেলিয়ে দেশের যে কোন বিভাগের উঠতি পেসারদের জন্য ও লেকচার দিতে পারবে। আমি ও কবে অবসর নিচ্ছে বা নেবে তার জন্য অপেক্ষা করে থাকব না।‍‍`

এক দিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছে মুম্বাই ।এই ম্যাচেই পাঞ্জাব ব্যাটারদের একেবারে কাঁদিয়ে দিয়েছেন বুমরাহ। অনবদ্য পেস বোলিংয়ের স্পেল করেছেন তিনি।চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ২১ রান। অর্থাৎ ইকোনমি রেট ৬ রানের ও কম। নিয়েছেন তিনটি উইকেট। স্যাম কারেন,রিলি রসউ এবং শশাঙ্ক সিংকে আউট করেন তিনি। ফলে ম্যাচের সেরা ও হয়েছেন তিনি। এই মুহূর্তে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বুমরাহ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন।


একুশে সংবাদ/এস কে  

Link copied!