ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২২৩ রান। সেই লক্ষ্য তাড়া করতে চাইলে ব্যাঙ্গালুরুর দরকার ছিল ভাল একটা শুরু। বিরাট কোহলি ঠিক সেই চেষ্টাই করলেন। প্রথম ৬ বল থেকে তুলে নিলেন ১৮ রান। এরপরই কোহলি আউট হয়েছেন বিতর্কিত এক সিদ্ধান্তে।
ম্যাচের পর বেঙ্গালুরুর ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারদের সঙ্গে কথা বলেন কোহলি। কেন তাঁকে আউট দেওয়া হল, সেই কারণ বারবার জানতে চান। বলটা নো ছিল কিনা সেই নিয়েই যত বিতর্ক।
হর্ষিতের বল সোজা ব্যাটে এসে লেগেছিল। সেই বল ক্যাচ তোলেন বিরাট। সঙ্গে সঙ্গে তা লুফে নেন হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ রাজি ছিলেন না। তাঁর দাবি, বলটি কোমরের উপরে ছিল। তাই নো বলের দাবি করেন বিরাট।
রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কি না নিশ্চিত হতে চান তাঁরা। তৃতীয় আম্পায়ার দাবি করেন, বিরাটের কোমরের নিচেই ছিল বল। ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তাতেই রেগে যান বিরাট।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :