আবার একটা খারাপ মৌসুম কাটতে চলেছে প্রীতির পাঞ্জাব কিংসের। আইপিএল ২০২৪ নিজেদের প্রায় অর্ধেকের বেশি ম্য়াচ খেলে ফেলেছে পাঞ্জাব তবু তারা সেভাবে সাফল্য পায়নি। আটটি ম্য়াচ খেলে তারা জয় পেয়েছে মাত্র দুটিতে। ফলে পয়েন্ট টেবিলেরও একেবারে শেষের দিক থেকে দুই নম্বরে রয়েছে তারা। এবারের প্লে অফের যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
চলুন দেখে নেওয়া যাক কোথায় ভুল করল পাঞ্জাব কিংসঃ
পাঞ্জাব কিংসের প্রথম ৮ ম্যাচের ফলাফল:-
১) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার উইকেটে জয়
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার উইকেটে হার
৩) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১ রানে হার
৪) গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিন উইকেটে জয়
৫) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২ রানে হার
৬) রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে তিন উইকেটে হার
৭) মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ রানে হার
৮) গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিন উইকেটে হার
প্রথম ৮ ম্যাচে পাঞ্জাব কিংসের সেরা পাঁচ ব্যাটার:-
১) শশাঙ্ক সিং ৮ ম্যাচে করেছেন ১৯৫ রান
২) আশুতোষ শর্মা ৫ ম্য়াচে করেছেন ১৫৯ রান
৩) প্রভশিমরান সিং ৮ ম্যাচে করেছেন ১৫৪ রান
৪) শিখর ধাওয়ান ৫ ম্যাচে করেছেন ১৫২ রান
৫) স্যাম কারান ৮ ম্যাচে করেছেন ১৫২ রান
প্রথম ৮ ম্যাচে পাঞ্জাব কিংসের সেরা পাঁচ বোলার:-
১) হার্ষাল প্যাটেল ৮ ম্য়াচে শিকার করেছেন ১৩ উইকেট
২) স্যাম কারান ৮ ম্য়াচে শিকার করেছেন ১১ উইকেট
৩) কাগিসো রাবাদা ৮ ম্য়াচে শিকার করেছেন ১০ উইকেট
৪) আর্শদীপ সিং ৮ ম্য়াচে শিকার করেছেন ১০ উইকেট
৫) হরপ্রীত ব্রার ৮ ম্য়াচে শিকার করেছেন ৪ উইকেট
লিগের প্রথমার্ধে পাঞ্জাব কিংসের ব্যর্থতার ৫ কারণ:-
১) পাঞ্জাবের ব্যর্থতার অন্যতম কারণ হল দলের বিদেশি ক্রিকেটাররা সেভাবে সফল হতে পারেননি।
২) দলে আদর্শ স্পিনারের অভাব। রাহুল চাহার আবারও ফ্লপ প্রদর্শন করেছেন।
৩) দলের প্রথম সারির বিদেশি ব্যাটারদের খারাপ পারফরমেন্স।
৪) শিখর ধাওয়ানের চোট। এই কারণে অনেকটাই ধাক্কা খেয়েছে পাঞ্জাব।
৫) ঘরের মাঠে জিততে না পারা পাঞ্জাবের ব্যর্থতার অন্যতম কারণ।
পাঞ্জাব কিংসের ইতিবাচক দিক:-
১) শশাঙ্ক সিং থেকে আশুতোষ শর্মা ঘরের ছেলেরা দারুণ পারফরমেন্স করেছেন এবং কঠিন সময়ে নিজেদের প্রমাণ করেছেন।
২) মনে করা হচ্ছে শিখর ধাওয়ান দলে ফিরলে ম্য়াচের ছবি বদলাতে পারে।
৩) স্যাম কারান দারুণ ভাবে অলরাউন্ড পারফর্ম করে চলেছেন।
৪) হার্ষাল প্য়াটেল বল হাতে ভালো পারফর্ম করছেন এবং দলকে ইতিবাচক পথ দেখাচ্ছেন।
৫) দল মিডিল অর্ডারে হাল ছাড়ছে না এবং তারা লড়াই করার চেষ্টা করছে।
পয়েন্ট টেবিলে পাঞ্জাব কিংস:-
আট ম্যাচ খেলার পরে তারা ছয়টি ম্যাচ হেরেছে ও মাত্র দুটি ম্য়াচ জিতেছে। এর ফলে আট ম্য়াচের পরে তাদের পকেটে রয়েছে মাত্র চার পয়েন্ট। পাঞ্জাব কিংস এই মুহূর্তে রয়েছে তালিকার নয় নম্বরে, ফলে তাদের প্লে অফ যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
পাঞ্জাব কিংসের কাদের বিরুদ্ধে এখনও ম্য়াচ খেলতে হবে:-
পাঞ্জাব কিংসকে এখনও ছয়টি ম্য়াচ খেলতে হবে চলুন দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলতে নামবে পাঞ্জাব-
১) ২৬ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স
২) ১ মে- চেন্নাই সুপার কিংস
৩) ৫ মে- চেন্নাই সুপার কিংস
৪) ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৫) ১৫ মে- রাজস্থান রয়্যালস
৬) ১৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :