AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজকে যে পরামর্শ দিলেন সুজন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:০৪ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪
মুস্তাফিজকে যে পরামর্শ দিলেন সুজন

আইপিএলের ১৭তম আসরটা দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। এই আসরের শুরুর দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন মুস্তাফিজ। তবে হঠাৎ ছন্দপতন ঘটে এই কাটার মাস্টারের। চেন্নাই সুপার কিংসের জার্সিতে সবশেষ তিন ম্যাচে মুস্তাফিজ রান দিয়েছেন হিসেবের বাহিরে। বিশেষ করে শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টর্সের বিপক্ষে পঞ্চাশের বেশি রান দেন। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুস্তা।    

যদিও নিজের দুঃসময়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে পাশে পাচ্ছেন দ্য ফিজ। তার কথায়, মুস্তাফিজকে আমাদের সমর্থন করতে হবে।  

বুধবার গণমাধ্যমে মুস্তাফিজকে নিয়ে সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে।’

লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের এমন হারে কাটার মাস্টারের দোষ দেখছেন না সুজন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে। তাকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’

মুস্তাফিজকে সর্তক থাকার পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মুস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’

একুশে সংবাদ/এস কে   
 

Link copied!