AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৭ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪
পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও পাকিস্তান যাবে না ভারত। বিসিসিআই সূত্রে এমন সংবাদ প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বাস করে, পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি অথবা টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। সম্প্রতি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগ্রহ দেখান।

সম্প্রতি অ্যাডাম গিলক্রিস্ট-মাইকেল ভনের এক পডক্যাস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগ্রহের কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গিলি-ভনের প্রশ্নের জবাবে শেষ কবে পাক-ভারত টেস্ট ম্যাচ হয়েছিল মনে করতে পারেননি রোহিত।

বাস্তবতা হল, ২০০৭ সালে শেষবার সাদা-পোষাকে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ভারত অধিনায়কের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসীন নাকভিও ইতিবাচক। কিন্তু বরাবরের মত ভারত সরকারের বাধা।

বিসিসিআই সূত্র ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছে, নিজ দেশ বা নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজতো দূরের কথা ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও পাকিস্তান যাবেনা টিম ইন্ডিয়া।

বিসিসিআই বিশ্বাস করে, পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। তা না হলে এশিয়া কাপের আদলে হবে হাইব্রিড মডেলে। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবারের মত আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও ভারতের জন্য অনিশ্চিয়তায় পাকিস্তান।

যদিও দা কুমড়ার সম্পর্কটা দু দেশের সরকারের। বারবার যার বলি হতে হচ্ছে ক্রিকেটকে। রোহিত শর্মা-বাবর আজমদের চাওয়ার কোন গুরুত্ব নেই। আপাতত দুই দশের বাইরে আইসিসি ইভেন্ট ছাড়া দেখা যাবেনা ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। ১৭ বছরের টেস্ট খেলার অপেক্ষাটা আরও কত দীর্ঘ হয় কে জানে? 

একুশে সংবাদ/এস কে  

 

Link copied!