বর্তমানে ইংলিশ কাউন্টিতে দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলছে ফ্লিনটফের দুই ছেলে। ১৬ বছর বয়সী রকি ফ্লিনটফ এরই মধ্যে শতক হাঁকিয়ে শিরোনামে এসেছেন। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ১৫১ বলে শতক হাঁকিয়েছেন রকি।
তিন অংকের ঘরে যখন পৌঁছাচ্ছিলেন রকি ফ্লিন্টফ, তখন উইকেটে তার সঙ্গী ছিল তারই বড় ভাই কোরি ফ্লিন্টফ। দুই ভাই মিলে ৩৯ রানের জুটি গড়ে। এর মধ্যেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন রকি ফ্লিন্টফ।
চলতি মাসের শুরুতেই কাউন্টির দ্বিতীয় বিভাগ লিগে অভিষেক হয় তার। ১৬তম জন্মদিনের ২ দিন পর ল্যাঙ্কাশায়ারের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে ডারহামের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫০ রানের ইনিংস। এবার করলেন সেঞ্চুরি।
এদিকে আবারও ক্রিকেটে ফিরছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে খেলোয়াড় হিসেবে নয়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :