AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৪ পিএম, ১ মে, ২০২৪
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা

আগামী ৩ মে (শুক্রবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের সিরিজ। বুধবার (১ মে) বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে আম্পায়ারের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন আইসিসির এলিট প্যানেলভুক্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। 

এই সিরিজে অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাঁচজন বাংলাদেশি আম্পায়ার। এছাড়া সিরিজের পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

সিরিজের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। তার সঙ্গী তানভীর আহমেদ। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা সৈকত। আর চতুর্থ আম্পায়ার মোহাম্মদ মোর্শেদ আলী খান।

চট্টগ্রাম ও ঢাকা পর্ব মিলিয়ে সিরিজের বাকি চার ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন সৈকত। চট্টগ্রাম পর্বের বাকি দুই ম্যাচে তার সঙ্গী যথাক্রমে মুকুল ও মোর্শেদ। এই দুই ম্যাচের প্রথমটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মোর্শেদ এবং পরেরটিতে মুকুল। আর দুই ম্যাচেই চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর।

ঢাকা পর্বে প্রথম ম্যাচে সৈকতের সঙ্গী হিসেবে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন গাজী সোহেল। এই ম্যাচের টিভি আম্পায়ার তানভীর এবং চতুর্থ আম্পায়ার মুকুল।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তানভীর অন-ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতের সঙ্গী হবেন। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মুকুল।

আগামী ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে। সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১০ মে ও ১২ মে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/এস কে    

 

Link copied!