টি-২০ বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। সব দল যখন নিজেদের স্কোয়াডও ঘোষণা করেনি, মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করলেন কারা বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। উল্লেখযোগ্য বিষয় হল, ভন যে চারটি দল সেমিফাইনালে উঠবে বলে চিহ্নিত করেন, তখনও পর্যন্ত একটি দল কাদের বিশ্বকাপ খেলাবে, সেটাই জানা যায়নি।
বুধবার অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরেই প্রাক্তন ইংল্যান্ড দলনায়ক ভন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করেন। তার মতে কোন চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে এবার, তা স্পষ্ট করেন তিনি। ভনের সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়া উচিত ছিল। তবে বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। বরং ভারতীয় অনুরাগীরা বিশেষ একটি কারণে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যে, এবার নিশ্চিত বিশ্বকাপের ট্রফি ভারতে আসবে।
আসলে মাইকেল ভন স্কোয়াড দেখেই ভারতকে লড়াই থেকে ছিটকে দেন। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার পক্ষে এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা সম্ভব নয়। সেই কারণেই ভারতকে সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় রাখেননি ব্রিটিশ তারকা।
ভনের মতে এবছর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ভন সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণী করার সময় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াডই ঘোষণা করেনি। সম্ভবত ঘরের মাঠে খেলবে বলেই ক্যারিবিয়ানদের লড়াইয়ে এগিয়ে রাখেন ভন।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের আগে ভন ঠিক এই রকমই চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেক্ষেত্রে নিজের দেশ ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন তিনি। বাকি তিনটি দল হিসেবে তিনি বেছে নিয়েছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে।
বাস্তবে ইংল্যান্ড ও পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। ভন যে দলকে লড়াইয়েই রাখেননি, সেই অস্ট্রেলিয়া মাঝখান থেকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায়। নেটিজেনদের দাবি, ভন যাদের পাত্তা দেন না, তারা বিশ্বকাপ জেতে। সেই নিরিখে ভন এবার ভারতকে সেমিফাইনালে দেখছেন না। তাই ভারতের নাকি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ড মঙ্গলবার তাদের টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে। অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে বুধবার। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ তারকাকে। ভারত টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেয় শুভমন গিল, লোকেশ রাহুল, রিঙ্কু সিংয়ের মতো তারকাদের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :