সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। মাত্র ২ উইকেট হারিয়ে জয় পাওয়ায় ব্যাট করতে হয়নি দলের বাকি ব্যাটসম্যানদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন জানিয়েছেন ব্যাটিং চান না দল জিতলেই খুশি তিনি।
সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, ‘আমাদের মেইন ব্যাটাররাও অনেকে আজকে সুযোগ পায়নি। আমি তো লোয়ার অর্ডার, অনেক দেরি। সম্ভবত ৮-৯ এ ব্যাট করতাম। আমি চাই না আসলে ব্যাটিংটা পাই। কারণ দল জিতলেই আমি খুশি।`
`যদি দলের জয়ে অবদান রাখতে পারি যদি সুযোগ আসে অইটা চেষ্টা করব। অনুশীলনে চেষ্টা করব ব্যাটিং নিয়ে কাজ করার। বিশ্বকাপের মত জায়গায় যদি সুযোগ আসে চেষ্টা করব ব্যাট হাতে অবদান রাখার।’
ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বল হাতে ম্যাচটা স্বরণীয় করে রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। বোলিং নিয়ে তিনি বলেন, ‘আমাদের ইনিংসে শুরুর ৪-৫ ওভার রান করা কঠিন ছিল। হয়ত জিম্বাবুয়ের ব্যাটাররা ওইদিকে পিছিয়ে গেছে। উইকেটটা পড়তে গিয়ে একটু দেরি করে ফেলেছে। বল যখন পুরাতন হবে ব্যাট করাটা সহজ হয়ে যাবে।`
`যদি আমরা আগে ব্যাট করতাম ১৮০ এর বেশি আশা করা যেত। বিপিএলেও অনেক হাইস্কোরিং ম্যাচ আমরা দেখেছি। চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেট। আমরা চেষ্টা করব বোলিং ইউনিট হিসেবে এভাবে ভালো করার। আমাদের ব্যাটাররা ভালো টাচে আছে। এখান থেকে যদি ভালো কিছু বিশ্বকাপে নিয়ে যেতে পারে তাহলে সেখানে কাজে দেবে। এর আগে যে যুক্তরাষ্ট্রে সিরিজ আছে সেখানেও ভালো কাজে দেবে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :