AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবরের সঙ্গে বিরোধ নিয়ে মুখ খুললেন ইমাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৩ পিএম, ৫ মে, ২০২৪
বাবরের সঙ্গে বিরোধ নিয়ে মুখ খুললেন ইমাদ

ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের সঙ্গে বাবরের সঙ্গে বিরোধের গুঞ্জন অনেক পুরনো। অনেকে মনে করেন এই দুই ক্রিকেটারের হুট করে অবসর নেওয়ার পিছনে বাবর আজমের ভূমিকা ছিল। এতো দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ইমাদ ওয়াসিম। শনিবার (৫ মে) পাকিস্তানের গণমাধ্যমের সামনে বাবরের সঙ্গে বিরোধ প্রসঙ্গে ইমাদ বলেন, বাবরের সঙ্গে আমাদের (ইমাদ ও আমির) কোনো সমস্যা নেই। তিনি আমাদের ক্যাপ্টেন এবং সবাই তাকে সমর্থন দেবো।

অবসর ভেঙ্গে দলে ফেরা নিয়ে এই অলরাউন্ডার বলেন, শুধুমাত্র খেলার জন্য নয়, আমির এবং আমি একটি কারণে ফিরে এসেছি। শেষবার খেলতে এবং বিশ্বকাপ জিততে। ‘গত কয়েক আসরে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছি, যা অবশ্যই খুব বড় অর্জন। কিন্তু সত্য হলো সেমিফাইনাল এবং ফাইনালিস্টদের কেউ মনে রাখে না আমাদের লক্ষ্য সেই টুর্নামেন্টে জয়ী হওয়া।’

গত আসরে ফাইনালে ইংলিশদের কাছে পরাজিত হয়ে শিরোপা খুয়েছিল পাকিস্তান। এবার সেই স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর আশা এই পাক ক্রিকেটারের।

ইমাদ বলেন, আমি আমার নিজের সুবিধার জন্য ফিরে আসিনি, আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য এবং একটি উচ্চ অবস্থানে থেকে টুর্নামেন্টটি শেষ করতে চাই। আমরা চাই ২৫ মিলিয়নের এই জাতিকে সন্তুষ্ট করতে, যাতে সবাই একসঙ্গে উদযাপনে শামিল হতে পারি। এটাই আমাদের এখনকার মিশন ও লক্ষ্য।’

তিনি আরও বলেন, আমরা এটি অর্জন করতে পারব কি না সেটা কে বলতে পারে? আমার অবদান ছোট বা বড় যাই হোক, তা আমার কাছে বিবেচ্য নয় যদি আমরা ট্রফি জিতি। এটা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন।

‘আমি মনে করি আমরা যদি এক হয়ে খেলি, তাহলে আমরা কারও কাছে হারব না। আমি বাইরের চাপ অনুভব করি না, শুধু ম্যাচের চাপ। আমি কেবল আমার পারফরম্যান্সকে কেন্দ্র করে চাপ অনুভব করি, আর কিছু না।’

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৯ জুন তারা বহুল কাঙ্ক্ষিত ম্যাচে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে।

একুশে সংবাদ/এস কে    
 

Link copied!