গত মৌসুমে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ইত্তিহাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকায় সেবার লিগ শিরোপা জেতা হয়নি তাদের। এবারের মৌসুমেও লিগ জয়ের স্বাদ থেকে বঞ্চিত আল নাসর। আসরজুড়ে দুর্দান্ত ছন্দে থেকে ৩৪ গোল করেও দলকে শিরোপা জেতাতে পারেননি রোনালদো। শনিবার (১১ মে) তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। ৩১ ম্যাচ খেলে ৮৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আল নাসর সমান ম্যাচ থেকে পেয়েছে ৭৭ পয়েন্ট।
শনিবার সৌদি প্রো লিগের খেলায় আল হাজামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। এটি আল হিলালের ১৯তম লিগ শিরোপা। সব মিলিয়ে ক্লাবটির ৬৮তম শিরোপা। এদিন প্রথমার্ধেই এই আর গোল করে আল হিলাল। জোড়া গোল করেন সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ।
আরেক সার্বিয়ান তারকা সার্জ মিলানকোভিচ-সাভিচ একটি গোল করেন। বাকি গোলটি আহমেদ আল-জুয়াইদের আত্মঘাতী। আল হিলাল আরেকবার রোনালদোকে হতাশ করার অপেক্ষায়। আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে আল নাসরের মুখোমুখি হবে তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :