AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা কাল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৪৪ পিএম, ১৩ মে, ২০২৪
টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা কাল

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করে ফেলেছে অধিকাংশ দল। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সপ্তাহখানেক আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে, ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন অথবা পরদিন দল ঘোষণা হবে। তাই মিডিয়া পাড়ার অনেকেই আজকের দিনটিকেই দল ঘোষণার দিন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে জানা গেল রোববার নয়, আনুষ্ঠানিক দল ঘোষণা হবে ১৩ মে।

সেটাও যে নিশ্চিত এবং সোমবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, বোর্ডের কেউ তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বা বিকেল নাগাদ দল ঘোষণার সম্ভাবনা খুব বেশি।

এদিকে ১৩ মে দল ঘোষণা হওয়ার আরো একটি বিশেষ কারণ আছে। বিশ্বকাপে টিম বাংলাদেশের ট্যুর অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ও বিশ্বকাপ খেলতে জাতীয় দল দেশ ছাড়বে ১৬ মে প্রথম প্রহরে। মানে ১৫ মে রাত ১টার পরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে শান্তর দল।

তার আগে ১৫ মে বুধবার সকালে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক শান্তর অফিসিয়াল প্রেস মিট হবে। কাজেই তার অন্তত ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণার সম্ভাবনা খুব বেশি।এদিকে ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এখনো রাজ্যের কৌতুহল টাইগার সমর্থকদের। নানা সূত্র থেকে জানা গেছে, ১৫ জনের দলটি সাজানো হয়েছে ৮ ব্যাটার, ৪ স্পেশালিস্ট পেসার, সাকিবসহ ৪ স্পেশালিস্ট স্পিনার দিয়ে। ৩ জন ওপেনিং ব্যাটারের সাথে ৫ জন মিডল অর্ডার রেখে ৮ ব্যাটারকে দলে নেয়া হয়েছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক হলেন বাকি ৫ ব্যাটার। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবের যেকোনো একজনকে নিয়ে পেস বোলিং কোটা পূরণ করা হয়েছে।

সাইড স্ট্রেইনে আক্রান্ত তাসকিন যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারেন, তাহলে হয়তো শরিফুল-মোস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব আর সাইফউদ্দিনই পেসার হিসেবে যাবেন।

এর বাইরে স্পিনার হিসেবে সাকিব আল হাসান অটো চয়েজ। অফস্পিনার শেখ মেহেদী, লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি তানভীর ইসলামকেই নেয়া হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে আগামী ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। আবার ১৫ তারিখই দিনের বেলা হয়তো বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল প্রেসমিট এবং ফটোসেশন হতে পারে। সে হিসেবে আজই দল ঘোষণা করার কথা বিসিবির।

তাসকিনের এমআরআই রিপোর্ট সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি।’

একুশে সংবাদ/এস কে  

 

 

Link copied!