কিছুতেই যেন থামানো যাচ্ছে না বায়ার লেভারকুসেনের অবিশ্বাস্য পথচলার যাত্রা। এই মৌসুমে না হারের রেকর্ড এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে জাভি আলোনসোর দল। রোববার রাতে বুন্দেসলিগার ম্যাচে বোচুমকে ৫-০ গোলে উড়িয়ে অপরাজিত থাকার হাফ সেঞ্চুরি পূরণ করেছে লেভারকুসেন। আর একটি ম্যাচ অপরাজিত থাকলেই বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়বে এই জামার্ন ক্লাবটি।
আগামী ১৮ মে ঘরের মাঠে অকসবুর্গের মুখোমুখি হবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। এই ম্যাচে কোনোমতে হার এড়ালেই অবিশ্বসস্য রেকর্ড গড়বে তারা।
এর আগে বায়ার্ন মিউনিখ শিরোপা জেতার পথে ১৯৮৬-৮৭ এবং ২০১২-১৩ মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছিল। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরোপিয়ান ফুটবলে বেনফিকার অপরাজিত থাকার রেকর্ড ছাড়িয়ে যায় লেভারকুসেন।
বুন্দেসলিগায় একটি ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনাল খেলবে লেভারকুসেন। আগামী ২২ মে ডাবলিনে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আটলান্টা। চলতি মাসের শেষে জার্মান কাপের ফাইনালেও খেলবে লেভারকুসেন। যেখানে তাদের প্রতিপক্ষ কায়সার্সলাউটার্ন।
বোচুমকে হারানোর পর দলটির কোচ জাবি আলনসো বলেছেন, ‘ম্যাচের ফলে আমি সন্তুষ্ট। এখন আমাদের একটা অসাধারণ লক্ষ্য আছে, শনিবারে না হেরেই আমরা ট্রফি জিততে চাই। যেটা এর আগে কখনোই হয়নি।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :