আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে বুধবার মধ্য রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমান ধরবে বাংলাদেশ দল। এর আগে এদিন সকালে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্তুতি আমার মনে হয় ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’
বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা নিয়ে হাথুরু বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি, আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি, দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তাই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপ পর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের ঐ দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া...।’
একুশে সংবাদ/ডে বা/এস কে
আপনার মতামত লিখুন :