প্রায় ১৫ মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল ভারতীয় কিপার ব্যাটার ঋষভ পন্তকে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে প্রশ্নচিন্হের মুখে পড়ে গিয়েছিল তার ক্রিকেট খেলা। সেই সব এখন অতীত। সবকিছুকে পিছনে ফেলে ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কঠোর পরিশ্রমের পরেই ২২ গজে ফিরেছেন পন্ত।
বর্তমানে তিনি খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আইপিএলে এই বছর দিল্লি দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপের দল। সেই দলে জায়গা করে নিয়েছেন পন্ত। যদিও দলে পন্ত ছাড়াও রয়েছেন সঞ্জু স্যামসন। তবুও প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করেন বিশ্বকাপে ভারতের এক নম্বর কিপার হিসেবে দল আস্থা রাখবে ঋষভ পন্তেই।
মিডল অর্ডারে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন পন্ত। বেশ আক্রমণাত্মক স্বভাবের ব্যাটার তিনি। ফলে অনেকেই মনে করছেন সঞ্জু স্যামসনকে টপকে দলে জায়গা করে নেবেন পন্ত।এই তালিকায় রয়েছেন বর্তমান কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও। ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ২৯ তারিখ শেষ হবে এই বিশ্বকাপ। এই বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে ভারত ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেই একদল রওনা হবে বিশ্বকাপের উদ্দেশ্যে। আর একদল আইপিএলের ফাইনালের পর রওনা হবে বিশ্বকাপে খেলতে।
এমন আবহে পন্তের বিষয়ে বলতে গিয়ে স্পোর্টসক্রীড়াকে গৌতম গম্ভীর জানিয়েছেন ‘ আমার মনে হয় ওদের দুজনের (ঋষভ পন্ত ও সঞ্জু স্যামসন) মধ্যে যে কোন একজন প্রথম একাদশে থাকবে।ওদের মধ্যে যেই প্রথম একাদশে থাকুক না কেন আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের উচিত তার উপরেই আস্থা রাখা। কারণ দুজনেই সমান দক্ষ। দুজনের মধ্যে একজনকে বাছাটা খুব কঠিন। তবে আপনি যদি আমাকে বলেন আমি বলব আমি ঋষভ পন্তকে দিয়েই শুরু করব। কারণ ও একজন বাঁহাতি ব্যাটার। ফলে ব্যাটিং লাইন আপে বৈচিত্র্য আসবে। ও একজন স্বাভাবিক মিডল অর্ডার ব্যাটার’।
সঞ্জুকে নিয়ে গৌতম গম্ভীর বলেন,` সঞ্জু আইপিএলে তিন নম্বরে ব্যাট করেছে। তবে ভারতের টপ অর্ডার কিন্তু ঠিক। সেখানে জায়গা পাওয়াটা মুশকিল। ঋষভ ৫-৬-৭ নম্বরে আগে ব্যাট করেছে। অভিজ্ঞতা রয়েছে। ভারতের প্রথম তিনের থেকেও এই পজিশনে একজন কিপার ব্যাটার খুব প্রয়োজন। পাশাপাশি দলকে বাঁহাতি,ডানহাতির যে কম্বিনেশন সেটাও বজায় রাখতে সহায়তা করবে। তাই আমি প্রথম একাদশে পন্তকেই রাখব।`
একুশে সংবাদ/হি টা/এস কে
আপনার মতামত লিখুন :