মৌসুমের শেষে চুক্তি শেষ হবার সাথে সাথে লিভারপুল ছাড়ার ঘোষনা দিয়েছেন থিয়াগো আলচানতারা ও জোয়েল মাটিপ। এর মাধ্যমে কোচ জার্গেন ক্লপের সাথে এই দুই অভিজ্ঞ তারকাকেও হারাচ্ছে অল রেডসরা।স্প্যানিশ জাতীয় দলের তারকা ৩৩ বছর বয়সী থিয়াগো ২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে ২০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারনে খুব একটা বেশী ম্যাচে খেলতে পারেননি। এ পর্যন্ত ৯৮টি ম্যাচে অংশ নিয়েছে এই মিডফিল্ডার। এই মৌসুমে খেলেছেন মাত্র এক ম্যাচ।
বিদায়ী কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘যখন সে লিভারপুলে আসেনি তখন আমি বিশ্বাস করতাম যদি কেউ ফুটবলকে সত্যিকার অর্থেই ভালবেসে থাকে তবে থিয়াগো আলচানতারার খেলা তার অবশ্যই পছন্দ হবে। টেকনিক্যালি সে খুবই ভাল একজন খেলোয়াড়। সে এমন একটি প্রতিভা যে কিনা বিশ্বের যেকোন দলেই খেলার যোগ্যতা রাখে। তার সাথে কাজ করতে পারাটা সৌভাগ্যের।’
ক্লপ আরো বলেন, ‘আমি জানি ইনজুরি তার হতাশা বাড়িয়েছে, সাথে আমাদেরও। কিন্তু খেলার মত অবস্থায় তার মুহূর্তগুলো ছিল অবিশ্বাস্য ও অভাবনীয়। আমি ঐ সময়গুলোই মনে রাখতে চাই।’
৩২ বছর বয়সী সেন্টার ডিফেন্ডার মাটিপ শালকে থেকে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দেবার পর আট বছর এ্যানফিল্ডে কাটিয়েছেন। এ সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ বেশ কিছু শিরোপা জয় করেছেন। ক্যামেরুন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার লিভারপুলের হয়ে ২০১টি ম্যাচ খেলেছেন। ক্লপের অধীনে শুরুর দিকের খেলোয়াড় হিসেবে তিনি লিভারপুলে চুক্তিভূক্ত হয়েছিলেন।
ডিসেম্বরের শুরুতে ফুলহ্যামের বিপক্ষে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে আর মাঠে নামতে পারেনি মাটিপ।
ক্লপ বলেন, ‘যে কয় বছর আমি লিভারপুলে ছিলাম ঐ সময়টা আমার মনে পড়েনা জোয়েল মাটিপের থেকে আর কোন খেলোয়াড়কে এত বেশী ভালবেসেছি। তার সম্পর্কে কোন বাজে মন্তব্য করাও আমার পক্ষে সম্ভব না। সে একজন চমৎকার পেশাদার ফুটবলার, চমৎকার একজন মানুষ। যতদিন তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি সেই সময়গুলো নিয়ে আমি গর্ববোধ করি। তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :