AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফোডেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫০ পিএম, ১৯ মে, ২০২৪
প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফোডেন

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। এর আগে এ মাসের শুরুতে ইংলিশ ফুটবল রাইটার্স’এসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ফোডেন। এর মাধ্যমে ২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এ বছর ডাবল এ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব দেখালেন।

এবারের মৌসুমে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ক্যারিয়ার সেরা ১৭টি গোল করেছেন ফোডেন। এ্যাওয়ার্ড জয়ের পর ফোডেন বলেছেন, ‘এই ধরনের এ্যাওয়ার্ড জয় দারুন এক অর্জণ, আমি সত্যিই গর্বিত। প্রিমিয়ার লিগকে বিশ্বের অণ্যতম সেরা লিগ হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য আরো শীর্ষ খেলোয়াড়দের মাঝে নিজেকে সেরা হিসেবে দেখতে পাওয়া সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে ক্লাবের জন্য কিছু করতে পারাটাও এর মাধ্যমে স্বীকৃতি পায়।’

ফোডেন আরো বলেন, ‘সব মিলিয়ে আমি সত্যিই দারুন খুশী। এবারের মৌসুম নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। পুরো মৌসুম জুড়ে গোল ও এ্যাসিস্টের ক্ষেত্রে আমি দলের হয়ে যতটুকু অবদান রাখতে পেরেছি তাতেই আমি খুশী। এজন্য আমি সকল সিটি স্টাফ, কোচ ও বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারন তাদের ছাড়া এই অর্জন অসম্ভব। এই সুযোগে যারা আমাকে ভোট দিয়ে সেরার মর্যাদা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এই এ্যাওয়ার্ড আমার কাছে সত্যিই বিশেষ কিছু।’ 

একুশে সংবাদ/এস কে

Link copied!