AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিব-রিয়াদের যে গুণের কথা বললেন লিটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৮ পিএম, ২১ মে, ২০২৪
সাকিব-রিয়াদের যে গুণের কথা বললেন লিটন

গত কয়েকটা সিরিজে ব্যাট হাতে রান পাননি তিনি। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সবকিছু পাশ কাটিয়ে তিনি ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে, উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন লিটন। কোচিং স্টাফরা চেষ্টা করছেন টাইগার ওপেনারকে চেনা ফর্মে ফেরাতে। তিনি নিজেই চাইছেন। আর বিশ্বকাপের আগে তিনি ফর্মে ফিরলে লাভটা হবে টিম টাইগার্সেরই।

এদিকে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। 

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার লিটন দাসের একটি ভিডিও সামনে এনেছে বিসিবি। সেই ভিডিওতে টাইগার ওপেনার বলেন, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে যাদের সাথে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

শান্তর নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে (শান্ত) অধিনায়কত্ব করছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে। ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি। স্বাভাবিক যে কোনো মানুষের উন্নতির শেষ নেই সে খুব ভালো করছে।’

দলের দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তিনি বলেন, ‘আমার তো দেখে মনে হয় না সাকিব ভাই অনেক পুরাতন খেলোয়াড়। উনি যেভাবে ব্যবহার করে সবার সাথে, মনে হয় যে খুবই ফ্রেন্ডলি। এটা একটা সবথেকে বড় জিনিস, ইনফ্যাক্ট রিয়াদ ভাইও এখন অনেক ফ্রেন্ডলি। তারা সবাই চেষ্টা করে আমরা তো অনেকদিন ধরে খেলতেছি, নতুন যারা জুনিয়ররা আসতেছে তাদের সাথেও খুবই ফ্রেন্ডলি বিহেভ (আচরণ) করছে, তারা যেন কমফোর্ট ফিল করে।’

প্রসঙ্গত, মঙ্গলবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

 

একুশে সংবাদ/এস কে

 

Link copied!