আসন্ন টি-২০ বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচ ফিল সিমন্স। পাপুয়া নিউ গিনির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবু। তার সঙ্গে কাজ করবেন সিমন্স।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স। এক বিবৃতিতে পাপুয়া নিউ গিনি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সর্ম্পকে ধারণা থাকায় এবং অভিজ্ঞতার কারণে দলের ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন এ ক্যারিবিয়ান কিংবদন্তি।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স। ঐ আসরে প্রথম রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে কোচের পদ ছাড়েন তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্ব পালন করেন।
সিমন্স বলেন, ‘এখানে পরামর্শদাতা কোচ হিসেবে দায়িত্ব পালন করবো। আমার অভিজ্ঞতা তুলে ধরবো। শুধুমাত্র বিশ্বকাপেরই নয়, ক্যারিবিয়ান কন্ডিশনের খেলাগুলো এবং যে বিষয়গুলো আমরা ঠিকভাবে করতে পারবো সেগুলো নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত টি-২০ বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউ গিনি। আসন্ন বিশ্বকাপে ‘সি’ গ্রুপ পাপুয়া নিউ গিনির প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ২০২১ সালে প্রথমবার অংশ নেওয়া পাপুয়া নিউ গিনি। বিশ্বকাপের আগে ওমান ও নামিবিয়ার সঙ্গে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে দলটি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :