টি-২০ বিশ্বকাপের নবম আসর আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে কানাডা। যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে কোচ ছাটাই করেছে কানাডা।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। তবে স্বপ্নের মিশন শুরুর আগেই চাকরি হারালেন কানাডার প্রধান কোচ পুবুদু দাসানায়াকে।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দাসানায়াকেকে নিয়ে কানাডার খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। এ সংক্রান্ত একটি চিঠি খেলোয়াড়েরা বোর্ডকে দিয়েছিলেন। যদিও চিঠিতে তারা নিজেদের নাম উল্লেখ করেননি।
এজন্য ৫৩ বছর বয়সী কোচকে দল ছাড়ার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন সিসিএর নবনির্বাচিত সহ-সভাপতি গুরদীপ ক্লেয়ার।
স্থানীয় সময় আজ সন্ধ্যায় একটি বৈঠক ডেকেছে কানাডার ক্রিকেট বোর্ড (সিসিএ)। সভায় নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হবে। এই সভায় নতুন কোচের নামও ঘোষণা করা হতে পারে। বিশ্বকাপ সামনে রেখে সেন্ট কিটসে প্রস্তুতি ম্যাচ খেলছে কানাডা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :