অবশেষে জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শুক্রবার নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে তাদের ওয়েবসাইটেও জাভির সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, এফসি বার্সেলোনা জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অতুলনীয় ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে।
আগামী রোববার সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা, যা হতে যাচ্ছে চলতি মৌসুম এবং জাভির অধীনে শেষ ম্যাচ। শিগগিরই ক্লাবের নতুন কোচের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এ নিয়ে হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার কোচ থাকছেন না জাভি। অর্থাৎ চলতি জুনেই তার সঙ্গে কাতালানদের সম্পর্ক শেষ হচ্ছে।
এদিন জাভির উপস্থিতিতে বার্সেলোনার নীতিনির্ধারকদের মধ্যে একটি সভা হয়েছে। যেখানে হাজির হয়েছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :