গোটা মৌসুমজুড়ে দুর্দান্ত খেলেছেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। এর স্বীকৃতিও হাতেনাতে পেলেন তিনি। ইতালিয়ান লিগ সিরি আ ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মার্টিনেজ। এই প্রথমবারের মতো মৌসুমসেরার স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।
এবার লিগে শিরোপা শিরোপা উঁচিয়ে ধরেছে ইন্টার। ক্লাবটির ২০তম লিগ ট্রফি জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। ইতালির শীর্ষ লিগে ৩৩ ম্যাচে ২৪ গোল করে সর্বোচ্চ স্কোরার ২৬ বছর বয়সী এই তারকাই।
অপরদিকে মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন ভ্লাহোভিচ। সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডার হয়েছেন যথাক্রমে মার্টিনেজের ইন্টার মিলান সতীর্থ হাকান কালহাগলু ও আলেসান্দ্রো বাস্তোনি।
রবিবার লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে ইন্টার। ম্যাচ শুরুর আগে মার্টিনেজের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :