গত একমাসে বার্সেলোনা-জাভি হার্নান্দেজের মধ্যে নানা নাটকীয় ঘটনা ঘটেছে। যার অবসানটা হয়েছে জাভিতে বরখাস্ত করার মধ্য দিয়ে। তবে বার্সায় নিজের শেষটা ভালোই রাঙালেন এই স্প্যানিশ কোচ। বার্সার ডাগআউটে দাঁড়ানো নিজের শেষ ম্যাচটাতে জয় পেয়েছেন জাভি। রোববার তার দল সেভিয়াকে হারিয়েছে ২-১ গোলে।
ম্যাচের প্রথমার্ধে রবার্ত লেভানদোভস্কি বার্সাকে এগিয়ে নেয়ার পর সমতা টানেন সেভিয়ার ইউসুফ এন-নেসরি। তবে বিরতির পর ফের্মিন লোপেসের গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি বার্সেলোনা। গত শুক্রবার জাভিকে কোচের পদ থেকে বরখাস্ত করে বার্সেলোনা।
এর আগে গত জানুয়ারিতে জাভি নিজেই জানিয়েছিলেন, সে মৌসুম শেষে বার্সা ছাড়বেন। পরবর্তী ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তের সঙ্গে আলোচনা করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ ম্যাচ ক্লাব থেকেই তাকে বরখাস্ত করা হল। তার জায়গা নিতে প্রস্তুত হ্যান্সি ফ্লিক।
গত মৌসুমে লিগ শিরোপা ও সুপার কাপ জিতলেও এবার শূন্য হাতে মৌসুম শেষ করতে হল বার্সেলোনাকে। যেকারণে বিদায় বেলায় জাভি বলেছেন, ‘মিশ্র অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি কারণ কোনো শিরোপা জিততে না পারলেও আমরা যা করেছি তা ইতিবাচক ছিল। আমি মনে করি, আমরা সঠিক পথেই আছি।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :