AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছক্কা মারার ‘রহস্য’ নিজেই জানালেন রিশাদ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫৬ পিএম, ২৭ মে, ২০২৪
ছক্কা মারার ‘রহস্য’ নিজেই জানালেন রিশাদ

আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ দল। ১৫ সদস্যের এই দলে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ে হাত ঘোরানোর পাশাপাশি ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন তিনি। 

নিজের ব্যাটিং নিয়ে রিশাদ হোসেন বলেন, ছক্কা মারার ক্ষেত্রে বোলার বা অন্য কিছু দেখি না, শুধু বল দেখি।

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার রিশাদ হোসেনের একটি ভিডিও শেয়ার করেছে তারা।

সেই ভিডিওতেই রিশাদ হোসেন জানালেন তার ছক্কা মারার ফর্মুলা। তিনি বলেন, ‘সব ব্যাটসম্যানই চায় বড় শট খেলতে। আমিও সেটিই চাই। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছক্কা মারার ক্ষেত্রে। আমি চেষ্টা করি। বোলার বা অন্য কিছু দেখি না, বল দেখি শুধু।‍‍`

এই লেগ স্পিনার বলেন, ‘দলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন দিক থেকেই কিছু দেওয়ার চেষ্টা করব। ক্রিকেট শুরু করেছি লেগ স্পিনার হিসেবে, কিন্তু জানতাম দেশকে কিছু দিতে হলে তিন বিভাগেই দিতে হবে। তিন দিক থেকে দিতে গেলে আমাকে ব্যাটিংয়ের দিক থেকেও একটু খাটতে হবে। চেষ্টা করেছি ব্যাটিংয়ে উন্নতি করতে।’

বাংলাদেশ জাতীয় দলের বতর্মান স্পিন বোলিং কোচ সাকলাইন মুশতাক। সাবেক এই পাক কিংবদন্তিকে নিয়ে রিশাদ বলেছেন, ‘উনি বিশ্বমঞ্চে কীভাবে দাপট দেখিয়েছেন, সেসব অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি জানতে চাচ্ছিলাম, এমন বড় মঞ্চে কীভাবে পারফর্ম করা যায়, ‘কাম অ্যান্ড কুল (নির্ভার)’ থাকা যায়। উনি বলেছেন, বিশ্বমঞ্চে যত ঠাণ্ডা থাকা যায়, ততো ভালো পারফর্ম করা যায়। চেষ্টা করব এগুলো করে দেখাতে।’


একুশে সংবাদ/এস কে

Link copied!