AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার প্রতিপক্ষ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৭ পিএম, ২৮ মে, ২০২৪
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার প্রতিপক্ষ

আর মাত্র  ক’দিন পরেই মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। কারণ, কন্ডিশন ও উইকেট সম্পর্কে যেনো ধারণা নিতে পারে অংশগ্রহণকারীরা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত। এর মধ্যে প্রথম ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। অন্য ম্যাচটি হবে ১ জুন। এদিন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।  

বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেললেও অনেক দল খেলবে কেবল মাত্র একটি ম্যাচ। গত আসরের সেমিফাইনালিস্ট ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে একটি। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মাঝেই তারা ম্যাচ খেলবে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি-

২৮ মে
শ্রীলংকা বনাম নেদারল্যান্ডস, রাত সাড়ে ৮টা 
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, রাত সাড়ে ৯টা

২৯ মে
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, ভোর ৫টা 
দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, রাত ৯টা 
আফগানিস্তান বনাম ওমান, রাত সাড়ে ১১টা

৩০ মে
স্কটল্যান্ড বনাম উগান্ডা, রাত সাড়ে ৮টা 
নেপাল বনাম যুক্তরাষ্ট্র, রাত সাড়ে ৯টা  

৩১ মে
নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, রাত দেড়টা  
নেদারল্যান্ড বনাম কানাডা, রাত ২টা  
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, ভোর ৫টা  
আয়ারল্যান্ড বনাম শ্রীলংকা, রাত সাড়ে ৮টা  
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, রাত সাড়ে ৮টা  

১ জুন
ভারত বনাম বাংলাদেশ, রাত সাড়ে ৮টা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সময় বাংলাদেশের টাইম জোনের সঙ্গে মিল রেখে করা হয়েছে।

যেভাবে দেখা যাবে প্রস্তুতি ম্যাচ

মূল আসরের পর্দা ওঠার আগে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচের সবগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। মাত্র দুইটি ম্যাচ সরাসরি দেখানো হবে।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশের ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তুতি পর্বের এই দুই ম্যাচ হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।

একুশে সংবাদ/এস কে

Link copied!