AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা সেরাটা দিতে পারলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:১০ পিএম, ৩০ মে, ২০২৪
আমরা সেরাটা দিতে পারলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব বলে মনে করেন তানজিম সাকিব। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই পেসার দারুণ উচ্ছ্বসিত। দেশের হয়ে খেলার স্বপ্ন শৈশব থেকেই ছিল বলে জানিয়েছেন তিনি। 

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। যেখানে সর্বশেষ পর্বে কথা বলেছেন তানজিম হাসান সাকিব। তরুণ এই পেসারের মতে, সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব।

জুনিয়র সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকা স্বপ্নের মতো জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকেই লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। আমার আত্মবিশ্বাস কখনোই কম ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’

একুশে সংবাদ/এস কে

Link copied!