AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৩ পিএম, ৩০ মে, ২০২৪
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে। বাছাইপর্বের শেষ ম্যাচ দুটির  জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে নতুন মুখ মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। ম্যাচ দুটি হবে যথাক্রমে ৬ ও ১১ জুন।

এই দুই ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। চমক হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। তবে বাদ পড়েছেন দেশসেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

এদিকে কার্ড জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বনাথ ও মজিবুর রহমান জনি। শেষ ম্যাচে লেবাননের জন্য তাদের রেখেছেন কোচ। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন তারা। তবে ইনজুরি কাটিয়ে ফের দলে ফিরেছেন তারিক কাজী।

এছাড়া ফরোয়ার্ড পজিশনে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন।

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড-

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।


একুশে সংবাদ/এস কে

Link copied!