AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়ের একই ‘আকাঙ্খা’ ধরে রাখবে: আনচেলত্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৯ পিএম, ২ জুন, ২০২৪
জয়ের একই ‘আকাঙ্খা’ ধরে রাখবে: আনচেলত্তি

ওয়েম্বলিতে শনবিার রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর উচ্ছসিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন আগামী মৌসুমে এই একই ধরনের শিরোপা জয়ের ক্ষুধা তার দলের থাকবে লস ব্ল্যাঙ্কোসরা ফাইনালে ডানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জয় করে।

ফাইনাল শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের পেট ভরে যাবার কোন বিপদ এখানে নেই, আগামীকাল সমর্থকদের সাথে আরো একটি চমৎকার দিন আমরা উপভোগ করবো। এরপর বিশ্রাম, খেলোয়াড়রা ইউরো, কোপা আমেরিকা খেলতে যাবে, এরপর ফিরে এসে আবারো সেই একই আকাঙ্খা নিয়ে নতুন মৌসুমে মাঠে নামবে। যেখানে আমাদের নিয়ে আশা সবসময়ই থাকবে।’ 

এই ইতালিয়ান কোচ হিসেবে রেকর্ড পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নেবার কৃতিত্ব দেখিয়েছেন। শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়রা তাদের প্রিয় কোচকে মাথায় তুলে নিয়ে আনন্দ উদযাপনও করেছে।

আগামী ১০ জুন ৬৫ বছরে পা রাখতে যাওয়া আনচেলত্তি আরো বলেন, ‘এই প্রতিযোগিতা আমাকে দুর্দান্তভাবে খুশী করেছে। একজন খেলোয়াড় ও একজন কোচ হিসেবে আমি এর শতভাগ আনন্দ উপভোগ করেছি। এই ম্যাচের এক সপ্তাহ পরও যেন এই একই আবেগ সকলের মধ্যে থাকে আমার লক্ষ্য সেটাই। বিশে^র সেরা একটি ক্লাবের সাথে থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

ডেভিড আলাবা, এডার মিলিটাও, থিবো   কোর্তোয়ার মত  দলের প্রথম সারির  খেলোয়াড়রা ইনজুরিতে থাকার পরও এবারের মৌসুমের পারফরমেন্সকে ১০ নম্বরের মধ্যে ১০ই দিতে চান আনচেলত্তি।  কোর্তোয়াতো হাঁটুর গুরুতর ইনজুরির কারেণ চ্যাম্পিয়ন্স লিগের আগের কোন ম্যাচেই  খেলতে পারেননি। কাল ফাইনালে তিনি মাঠে নেমেই নিজেকে প্রমান করেছেন।

ক্লাব ইতিহাসে পঞ্চমবারের মত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ডাবল জয়ের কৃতিত্ব দেখালো মাদ্রিদ।

এই আধিপত্য হয়তোবা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দলে যোগদানের পর আরো বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনের মধ্যেই এমবাপ্পের চুক্তি প্রসঙ্গে মাদ্রিদ আনুষ্ঠানিক ভাবে জানাবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

কাল মাদ্রিদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন জার্মান অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস। ইউরো ২০২৪’র পর সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্রুস।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এখন কি হয় দেখা যাক। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাচ্ছি। অন্য খেলোয়াড়দের তার স্থান নিতে হবে। আমরা সবসময় যা করি এবারও তার ব্যতিক্রম হবে না। যে খেলোয়াড় চলে যায় তার মানের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত খেলোয়াড়টিকে মানিয়ে ওঠার চেষ্টা করি।’

আনচেলত্তি জানিয়েছে ২০২১ সালে পুনরায় মাদ্রিদে ফিরে আসা তার জন্য উপহার ছিল। ধীরে ধীরে এই ক্লাবটি তার পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে। ছেলে ডেভিড আনচেলত্তি বেশ কিছুদিন ধরেই মাদ্রিদের ডাগ আউটে তার সহকারী হিসেবে কাজ করছেন। কাল ফাইনালে বাবা-ছেলেকে মাদ্রিদ ডাগ আউটে একসাথেই দেখা গেছে।  আনচেলত্তি বলেন, ‘রিয়াল মাদ্রিদ একটি ফুটবল পরিবারের মত। এখানকার পরিবেশ বেশ ভাল, প্রতিষ্ঠানে কাজ করার থেকে পারিবারিক আবহে কাজ করার মজাই আলাদা। অবশ্যই আমার ছেলে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে। কারন কিছু মুহূর্তে সে আমাকে এমন কিছু বলে যা অন্য কেউ কখনই বলতে পারবে না।’

একুশে সংবাদ/এস কে


 

Link copied!