ক্লাব ফুটবলের বহুল আলোচিত ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সোমবার পিএসজি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, চুক্তি শেষে এমবাপ্পে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। রিয়াল তাদের ওয়েবসাইটে বলা হয়েছে,‘বিশ্বের অন্যতম মহাতারকাকে দলে ভিড়িয়ে রিয়াল তাদের দল শক্তিশালী করেছে। আগামী পাঁচ বছরের জন্য এমবাপ্পের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে।’
এই ঘোষনা বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের সাথে রিয়ালের দীর্ঘ সম্পর্কের চূড়ান্ত পরিণতি।২৫ বছর বয়সী এমবাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি দারুন খুশী ও গর্বিত। এই মুহূর্তে আমি কতটা উত্তেজিত তা কেউই উপলব্ধি করতে পারবে না। মাদ্রিদে সকলের সাথে দেখার করার অপেক্ষা শেষ হচ্ছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
২০১২ সালে প্রথমবারের মত এমবাপ্পেকে এক সপ্তাহের জন্য তাদের সাথে সময় কাটানোর আমন্ত্রন জানিয়েছিল রিয়াল, ঐ সময় ফরাসি তারকার বয়স ছিল মাত্র ১৩। ঐ সফরে এমবাপ্পে তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে ছবি তুলেছিলেন। সোমবার পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো এমবাপ্পের ইনস্টাগ্রামে এক পোস্টে মন্তব্য কেেরছন, ‘এবার আমার পালা, এবার তোমার উপর আমার চোখ থাকবে। বার্নাব্যুতে তোমার জ্বলে ওঠার অপেক্ষায় আছি।’
ফেব্রæয়ারিতে রিয়ালে যাবার ব্যপারে একমত হয়েছিলেন এমবাপ্পে, কিন্তু মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষনা আসে মে মাসে। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা জয়ের পর রিয়াল সোমবার এমবাপ্পের চুক্তির ঘোষনা দেয়। ফ্রান্সের হয়ে প্রাক-ইউরো প্রীতি ম্যাচে খেলতে নামার আগে এমবাপ্পের চুক্তির বিষয়টি নিশ্চিত করলো রিয়াল।
সাবেক রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এক্সে লিখেছেন, ‘বিশ্বের সেরা ক্লাবে তোমাকে স্বাগতম। এই অনুভূতি উপলব্ধি করার সময়টা খুব বেশী দেরী হয়ে যায়নি। তোমাকে নিয়ে ১৬তম শিরোপার পথে যাত্রা শুরু হবে।’ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও একইভাবে লিখেছেন, ‘১৬তম শিরোপার জন্য স্বাগতম এমবাপ্পে।’
এমবাপ্পের এই চুক্তি রিয়ালের গোলরক্ষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বেলজিয়ান থিবো কোর্তোয়া লিখেছেন, ‘নতুন ঘরে তোমাকে স্বাগতম।’ ইউক্রেনিয়ান আন্দ্রে লুনি ইনস্টাগ্রামে বলেছেন, ‘স্বাগতম তোমাকে।’
মিডফিল্ডার এডুয়ার্ডো কামভিনগা ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের সাথে একটি ছবি পোস্ট করেছেন।স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে এক মৌসুমে এমবাপ্পে ৩৫ মিলিয়ন ইউরো আয় করবেন। ২০২২ সালে সর্বশেষ পিএসজির সাথে ৭২ মিলিয়ন ইউরোতে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এই ফরাসি অধিনায়ক।
২০১৮ সালে টিনএজার হিসেবে বিশ্বকাপ শিরোপা জয়ী এমবাপ্পে ২০১৭ সালে মোনাকো থেকে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেবার পর রেকর্ড ২৫৬ গোল করেছন। মাত্র ১৮ বছর বয়সে ১৮০ মিলিয়ন ইউরোতে তিনি পিএসজিতে যোগ দিয়েছিলেন। সাত বছরে তিনি পিএসজিকে ছয়টি লিগ ওয়ান শিরোপা উপহার দিয়েছেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলেছিল পিএসজি, কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু তারপরও লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে পরাজিত হয় ফ্রান্স।
এমবাপ্পের সাথে ব্রাজিল সুপারস্টার নেইমার ও মেসিকে দলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছিল পিএসজি। কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। নেইমার ও মেসির পর এমবাপ্পেও পিএসজি ছাড়লেন।।ফ্রান্সে এমবাপ্পের জনপ্রিয়তা এতটাই ছিল যে খোদ রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাঁক্রো ২০২২ সালের জুনে তাকে পিএসজিতে থাকার অনুরোধ জানিয়েছিলেন। ঐ বছর রিয়ালে যোগ দেবার একেবারে শেষ পর্যায়ে ছিলেন এমবাপ্পে।
চির প্রতিদ্বন্দি বার্সেলোনাকে পিছনে ফেলে লা লিগা শিরোপা জয়ী রিয়াল এখন আক্রমনভাগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ইংলিশ তারকা জুড বেলিংহামের সাথে এমবাপ্পেকে যোগ করে আরো ভয়ঙ্কর দলে পরিনত হলো। তাদের এই ট্রায়ো রিয়ালের স্বর্ণযুগের রোনাল্ডো, গ্যারেথ বেল ও করিম বেনজেমার সময়কে মনে করিয়ে দিচ্ছে।
এমবাপ্পের সামনে এখন সুযোগ তার আইডল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর সাদা জার্সিতে রেকর্ডকে ছাড়িয়ে যাবার। পিএসজিতে মেসি ও নেইমারের সাথে তিনি জুনিয়র সদস্য হিসেবে থাকলেও রিয়ালে সিনিয়র স্ট্রাইকার হিসেবেই মাঠে নামবেন।
ফেব্রæয়ারিতে রিয়াল বস কার্লো আনচেলত্তি এমবাপ্পেকে কিভাবে দলে সমন্বয় করবেন সে বিষয়ে বলেছিলেন, ‘ভাল খেলোয়াড়রা জানে কিভাবে একে অন্যের সাথে মানিয়ে খেলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ভারসাম্য বজায় রাখা। আমার কাছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গুণ ও ভারসাম্য। এই দুটির সমন্বয় ঘটাতে পারলে সাফল্য আসবেই।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :