AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ডকে চেপে ধরেছে ভারত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:২৫ পিএম, ৫ জুন, ২০২৪
আয়ারল্যান্ডকে চেপে ধরেছে ভারত

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও আয়ারল্যান্ড।নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দলের লড়াই শুরু হয়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ৬ উইকেটে ৫০ রান।

বিশ্বকাপে এ গ্রুপে রয়েছে ভারত ও আয়ারল্যান্ড। এরই মধ্যে গ্রুপের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে কানাডাকে হারিয়ে আসরে শুভসূচনা পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপের অপর দল পাকিস্তান।

এর আগে, সবশেষ ২০০৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দল দুটির। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল ম্যান ইন ব্লুরা। এরপর গত ছয়টি সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে দেখা হয়নি তাদের। তাই এবারের বিশ্বমঞ্চের দেখায় জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই।

২০০৯ বিশ্বকাপের পর তিন দফায় ভারতের সঙ্গে ৬টি ম্যাচ খেলেছে আইরিশরা। সবকটি ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছেন রোহিত-কোহলিরা। এবারও ফেবারিট হিসেবেই নামবে ম্যান ইন ব্লুরা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

একুশে সংবাদ/ এস কে 


 

 

Shwapno
Link copied!