AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইগারদের যে পরামর্শ দিলেন প্রধান নির্বাচক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৬ পিএম, ৬ জুন, ২০২৪
টাইগারদের যে পরামর্শ দিলেন প্রধান নির্বাচক

বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলংকা। ম্যাচটিতে জয় পেতে দুদলই মরিয়া। কারণ, হার দিয়ে বিশ্বকাপ শুরু করা লঙ্কানরা জয়ে ফিরতে চায়। অপর দিকে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ।     

এদিকে নিজেদের প্রথম ম্যাচের আগে কঠোর অনুশীলন করছে শান্তরা। তবে দলের তারকা ক্রিকেটারদের অফফর্মের দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না। তাইতে অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সঙ্গে পরিকল্পনা সেরেছেন বিসিবি কর্তারা।  

বাংলাদেশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যে খেলার জন্য লিটন কুমার দাস বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে সেই নামের সঙ্গে সে (লিটন) এখনো সেই পর্যায়ে আসতে পারেনি। অবশ্যই খেলার মাধ্যমেই হয়ত তিনি ফেরত আসবেন।’

পুরো দলই নিজেদের সেরা সময় খুঁজে ফিরছে জানিয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, দলকে কিভাবে চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায় আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা রিকভার করব।

তিনি আরো বলেন, তাদের হয়ত আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।

শরিফুলকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা আমাদের সঙ্গে একজন পেস বোলার ক্যারি করছি হাসান। সে আমাদের সঙ্গেই আছে। কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী।’

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!