ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন্স ইতালি। এবারের আসরে তাদের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা। ইউরোর ট্রফি কাদের ঘরে যাচ্ছে তার সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে আগামী ১৫ জুলাই, ফাইনালের পর। তবে এর আগে ইউরো জয়ের সম্ভাবনা কাদের বেশি, তা জানিয়েছে সুপার কম্পিউটার ‘অপ্টা’।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। ফলে রোমাঞ্চকর এক ফুটবলীয় লড়াইয়ে অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
আগামী ১৫ জুন জার্মানিতে শুরু হবে প্রতিযোগিতার ১৭তম আসর। ২৪ দলের অংশগ্রহণ করলেও শিরোপা ধরে রাখার মিশন ইতালির।
গত সাত আসরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ইউরো আয়োজন করছে জার্মানি। ১৫ জুলাই বার্লিনে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে মহাদেশীয় হেভিওয়েট এই টুর্নামেন্ট। এবারের আসরে একমাত্র নতুন দল জর্জিয়া। টুর্নামেন্টটিতে অভিষেক হতে যাচ্ছে তাদের। নবাগত-পুরোনো সব দলের প্রাথমিক লক্ষ্য শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার।
এবার ইউরোপীয় ফুটবলের ঘরোয়া লিগে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল অপ্টা সুপারকম্পিউটার। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটার মনোযোগ আকর্ষণ করে অনেক ফুটবলভক্তের। প্রায় প্রতি ম্যাচের আগে সঠিক ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছে বারবার।
এবার আসছে ইউরো কাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে সুপারকম্পিউটার অপ্টা। টুর্নামেন্ট শুরু আগে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু (শতাংশ) তা জানিয়েছে সুপারকম্পিউটারটি।
ইউরো-২০২৪ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী
১। এখনও পর্যন্ত ইউরোর শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গত আসরের ফাইনালে টাইব্রেকে ইতালির কাছে হেরে হৃদয় ভাঙে ইংলিশদের। তবে এবার ফুটবলের জনকদের ইউরোর শিরোপা জয়ের সম্ভাবনা ১৯.৯ শতাংশ বলে দাবি করেছে অপ্টা। ফলে গ্যারেথ সাউথগেটের দলকে ফেভারিট হিসেবে দেখাচ্ছে সুপার কম্পিউটার।
২। ইংল্যান্ডকে রুখতে পারে এমন দলগুলোর মধ্যে অপ্টার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সবচেয়ে কাছে রয়েছে ফ্রান্স। জার্মানিতে কিলিয়ান এমবাপ্পের দলের ইউরো জেতার সম্ভাবনা রয়েছে ১৯.১ শতাংশ। কাতারে আর্জেন্টিনার কাছে হেরেছিল থ্রি লায়ন্সরা। এছাড়া শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের দ্বিতীয় ফেভারিট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছে সুপারকম্পিউটার অপ্টা।
৩। ইউরোর শিরোপা জয়ের দৌড়ে রয়েছে স্বাগতিক জার্মানি (১২.৪ শতাংশ), স্পেন (৯.৬ শতাংশ) ও পর্তুগালকে (৯.২ শতাংশ)।
৪। অপ্টার ভবিষ্যদ্বাণী বলছে, বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিরোপা ধরে রাখার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। বরং তাদের চেয়ে নেদারল্যান্ডসের (৫.১ শতাংশ) শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে ভবিষ্যদ্বাণী করেছে সুপারকম্পিউটার।
এছাড়া বেলজিয়ামের পক্ষে ৪.৭ শতাংশ দেখি অপ্টা বলছে পাহাড়ে ওঠার কঠিন বলে প্রমাণিত হতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :