AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পেনের ইউরোর দল থেকে বাদ পড়লেন কুবারসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১১ পিএম, ৮ জুন, ২০২৪
স্পেনের ইউরোর দল থেকে বাদ পড়লেন কুবারসি

ইউরোর ২৬ সদস্যের চূড়ান্ত দল থেকে বার্সেলোনার টিনএজার ডিফেন্ডার পও কুবারসিকে শেষ পর্যন্ত বাদ গিয়েছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে। কুবারসির সাথে আরো বাদ পড়েছেন মার্কোস লোরেন্তে ও এ্যালেক্স গার্সিয়া।  এর আগে গত মাসে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছিলেন ডি লা ফুয়েন্তে। আগামী সপ্তাহে জার্মানীতে শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত দল থেকে ডি লা ফুয়েন্তে তিনজনকে বাদ দিয়েছেন।

১৭ বছর বয়সী কুবারসি লা লিগা মৌসুমের দ্বিতীয় ভাগে বার্সেলোনার হয়ে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন। যে কারনে মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক হয়েছিল।

ইউরোর দল থেকে আরো বাদ পড়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদের বৈচিত্রময় মিডফিল্ডার লোরেন্তে ও জিরোনা প্লেমেকার গার্সিয়া।

বার্সেলোনার আরেক টিনজোর ১৬ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল ক্লাব সতীর্থ ফারমিন লোপেজের সাথে জায়গা ধরে রেখেছেন। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বাদ যাবার সম্ভাবনা লেখা দিলেও শেষ পর্যন্ত ইউরোর দলে টিকে গেছেন রিয়াল বেটিসের ফরোয়ার্ড আয়োজে পেরেজ ও এ্যাথলেটিক বিলবাও ডিফেন্ডার ডানি ভিভিয়ান।

আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে স্পেন।

স্পেনের চূড়ান্ত স্কোয়াড :

গোলরক্ষক : উনাই সাইমন, এ্যালেক্স রেমিরো, ডেভিড রায়া

ডিফেন্ডার : ডানি কারভাহাল, জেসুস নাভাস, রবিন লি নরমান্ড, ডানি ভিভিয়ান, নাচো ফার্নান্দেজ, অমারিক লাপোর্তে, এ্যালেক্স গ্রিমালডো, মার্ক কুকুরেলা

মিডফিল্ডার : রড্রি হার্নান্দেজ, মার্টিন জুবিমেন্ডি, ফাবিয়ান রুইজ, পেড্রি, ফারমিন লোপেজ, এ্যালেক্স বায়েনা

ফরোয়ার্ড : আলভারো মোরাতা, হোসেলু, নিকো উইলিয়ামস, ডানি ওলমো, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, আয়োজে পেরেজ।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!