প্রাক-টুর্ণামেন্ট প্রস্তুতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ায় ইউরো ২০২৪ থেকে ছিটকে গেছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার আরকাডিয়াজ মিলিক। পোলিশ ফেডারেশন (পিজেডপিএন) এই এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে আরো জানানো হয়েছে চিকিৎসার জন্য মিলিককে ক্লাবে পাঠিয়ে দেয়া হচ্ছে।
জুভেন্টাসের ৩০ বছর বয়সী এই খেলোয়াড় শুক্রবার ওয়ারস’তে ইউক্রেনের বিপক্ষে পোল্যান্ডের ৩-১ গোলের জয়ের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন।
ইউক্রেনের বিপক্ষে ম্যাচটিতে বেশ কয়েকজন পোলিশ খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। নিকোলা জালেভস্কি, মিশাল স্কোরাস, বারটোজ সালামোন, জ্যাকুব কিউর ও কাসপার উরবানস্কি হালকা আঘাত পেলেও মিলিকের ইনজুরির মাত্রা গুরুতর।
আগামী ১৬ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পোল্যান্ড তাদের ইউরো যাত্রা শুরু করবে। ডি-গ্রæপের অপর দুটি দল হলো অস্ট্রিয়া ও ফ্রান্স।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :