টি-২০ বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দলের লড়াই শুরু হওয়ার কথা। তবে এর আগেই এসেছে দুঃসংবাদ।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বাধা হয়ে এসেছে বৃষ্টি। আইসিসি থেকে জানানো হয়েছে, বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর ম্যাচ নিয়ে আসবে সিদ্ধান্ত।
আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিপর্যস্ত পাকিস্তান। তবুও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মতই মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমের দল।
ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিং গড়ে দিতে পারে ম্যাচের ব্যবধান। আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে ভারত। ব্যাট-বল দুই দইকেই দারুণ সময় কাটাচ্ছেন দলটির ক্রিকেটাররা।
অন্যদিকে পাকিস্তানের চিন্তার বড় কারণ ব্যাটিং। ওপেনিংয়ে ঘুরেফিরে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের উপর বিশ্বাস রাখতে হচ্ছে। আজম খান পুরোপুরি ব্যর্থ। ভারতের বিপক্ষে তাকে নাও রাখা হতে পারে একাদশে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :