টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। তবে সেই ধাক্কা সামলে পান্টের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করেছে ভারত।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি।
পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির শিকার হন ১৩ রান করা রোহিত শর্মা। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন আক্সার প্যাটেল ও রিশাভ পান্ট। ২০ রানে আক্সার ফেরার পর সূর্যকুমার যাদবও ৭ রানে আউট হন। একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছেন ৪০ রানে অপরাজিত পান্ট।
আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিপর্যস্ত পাকিস্তান। তবুও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মতই মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমের দল।
ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিং গড়ে দিতে পারে ম্যাচের ব্যবধান। আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত। ব্যাট-বল দুই দইকেই দারুণ সময় কাটাচ্ছেন দলটির ক্রিকেটাররা।
অন্যদিকে পাকিস্তানের চিন্তার বড় কারণ ব্যাটিং। ওপেনিংয়ে ঘুরেফিরে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের উপর বিশ্বাস রাখতে হচ্ছে। আজম খান পুরোপুরি ব্যর্থ। ভারতের বিপক্ষে তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমাদ ওয়াসিম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :