AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টিতে জাম্পার অন্যরকম সেঞ্চুরি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:১২ পিএম, ১২ জুন, ২০২৪
টি-টোয়েন্টিতে জাম্পার অন্যরকম সেঞ্চুরি

আইসিসি টি২০ বিশ্বকাপে অনবদ্য ছন্দে দেখা যাচ্ছে বোলারদের। মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ওয়েস্ট ইন্ডিজ, সহজে ব্যাটাররা রান তুলতে পারছেন না। বরং পিচ এবং বড় মাঠের কারণে বিপাকেই পড়তে হচ্ছে ব্যাটারদের। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মাঠের পিচ যেমন রয়েছে টু পেসড, অর্থাৎ দুরকম গতি রয়েছে। স্পিনার এবং পেসার, দুই বিভাগেই বোলাররা সাহায্য পাচ্ছেন, তেমন ওয়েস্ট ইন্ডিজে উইকেট মূলত স্লো, সেখানে স্পিনাররা দুরন্ত ছন্দই দেখাচ্ছেন। কদিন আগেই ক্যারিবিয়ানদের আকিল হোসেন নজর কেড়েছিলেন, এবার নামিবিয়ার বিপক্ষে নজর কাড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা, নিলেন চার উইকেট। একই সঙ্গে অস্ট্রেলিয়ানদের মধ্যে গড়ে ফেললেন নতুন রেকর্ড, যা নেই অন্য কোনও অজি ক্রিকেটারের।

নামিবিয়ার বিপক্ষে বল হাতে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। সেই সঙ্গেই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে পুরুষদের টি২০ ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন ৩২ বছর বয়সী এই লেগ স্পিনার। বার্নার্ড স্কোলসকে ০ রানে ক্লিন বোল্ড করে সাজঘরে ফেরাতেই অজিদের হয়ে এই নজির গড়ে ফেলেন জাম্পা। বল এতটাই স্পিন হয়ে ভিতরের দিকে আসে, যে লাইন বুঝে উঠতেই পারেননি স্কোলস। এর পাশাপাশি ৯৯টি ওডিআই ম্যাচে অ্যাডাম জাম্পার ঝুলিতে রয়েছে ১৬৯টি উইকেট।

নামিবিয়ার বিপক্ষে চার উইকেট নেওয়ার সৌজন্যেই এবারের টি২০ বিশ্বকাপে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া হয়ে গেল অ্যাডাম জাম্পার। এই মূহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারের নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এখনও সুপার এইটের সব ম্যাচ বাকি, পাশাপাশি বাকি রয়েছে গ্রুপ স্টেজেও এক ম্যাচ। ফলে এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে পেসারদের টপকে স্পিনার জাম্পা হয়ে উঠতেই পারেন সর্বোচ্চ উইকেট শিকারি। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর ইকোনমি রেট মাত্র ৫.৩৩। নামিবিয়ার বিপক্ষে তাঁর ইকোনমি ছিল মাত্র ৩। উল্লেখ্য পরপর দুই ম্যাচেই সেরার পুরস্কার পেলেন অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুই ওপেনার ফিল সল্ট এবং জোস বাটলারের উইকেট। পেসাররা যখন ব্যর্থ হয়েছিলেন ইংরেজদের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে, তখনই অজিদের ম্যাচে ফেরান জাম্পা। সেই সুবাদেই হয়েছিলেন গত ম্যাচের সেরা। এবার নামিবিয়ার বিপক্ষেও দেখালেন ধারাবাহিকতা। এই নিয়ে টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ম্যাচের সেরার পুরস্কার জিতলেন জাম্পা। প্রথম স্থানে ৭টি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে রয়েছেন বিরাট কোহলি।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!