কোপা আমেরিকা শুরু হতে দেরী আর মাত্র এক সপ্তাহ। ৪-১ গোলের জয় দিয়ে প্রস্তুতি সারল বিশ্বচ্যাম্পিয়নরা। গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। ম্যাচের ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে গোল দিয়ে এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় আর্জেন্টিনা। পিছিয়ে গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়ায় মেসিরা।
১২ মিনিটের মাথায় সমতা আসে আর্জেন্টিনা। গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মেসি। ৩৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মেসির পাস থেকে লিড আরও বাড়ান লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দুর্দান্ত এক চিপে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :