AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোলারদের নিয়ে যা বললেন শান্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪২ পিএম, ১৭ জুন, ২০২৪
বোলারদের নিয়ে যা বললেন শান্ত

নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন জয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার খুশির কথা।

শান্ত বলেন, ‘প্রথমত খুবই খুশি যে আমরা সুপার এইটে যেতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে যেভাবে বোলাররা গত ৩-৪ ম্যাচে বোলিং করেছে আমি বেশ খুশি। আশা করছি তারা তাদের ফর্মটা ধরে রাখবে। ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের প্ল্যানিং ঠিকভাবে করতে হবে যেন আমরা ফিরে আসতে পারি পরের রাউন্ডে।’

শান্ত আরও বলেন, ‘আসলে বোলারদের জন্য নতুন বলে সিম মুভমেন্ট থাকে। মাঝে স্পিন ধরে। যা দেখেছি গত কয়েক ম্যাচে। ব্যাটারদের জন্য কাজটা কঠিন। আমার মনে হয় বোলার হিসেবে তাদের প্ল্যান কাজে লাগাতে হবে যা তারা করে এসেছে গত কয়েক ম্যাচে।’

পেসারদের নিয়ে শান্ত বলেন, ‘উইকেটে যখন ওদের (নেপালের) যে পেসারটা নতুন বলে বল করল ২ ওভার মনে হয় তখন বুঝা যাচ্ছিল উইকেটে সিম হচ্ছিল। তখন জানতাম যে উইকেটে সিম হবে। ওদের রিস্ট স্পিনার বেশি, ২টা রিস্ট স্পিনার। আমাদের একটা ফিঙ্গার একটা রিস্ট স্পিনার সাথে (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই আছে। আমরা যখনই প্রথম দেখেছি বাইরে থেকে তখনই আমাদের ধারণা ছিল এই উইকেটে সিম হবে। আমাদের যে পেস আক্রমণ আছে, যেকোনো উইকেটে আমরা নতুন বলে কিন্তু উইকেট নিচ্ছি নতুন বলে গত এক দেড় বছর ধরে, আরও বেশিই হবে মনে হয়। অই বিশ্বাস থেকেই আমি শুরুটা করেছিলাম যা তারা করে দেখিয়েছে।’

একুশে সংবাদ/ঢা.পো./ এসএডি

Link copied!