AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড তানজিমের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৯ পিএম, ১৭ জুন, ২০২৪
টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড তানজিমের

১৭ জুন নেপালকে হারানোর দিনে টি-২০ বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড গড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তাছাড়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগারও এখন এ পেসারের। একাই ২১ ডট দিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড গড়েছেন তানজিম সাকিব।
৪-৭ ও ৩-৭ এই সিঙ্গেল ডিজিট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এগুলো নেপালের বিপক্ষে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানের বোলিং ফিগার। এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানের অল্প পুঁজি নিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ।

যদিও একটা সময় ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের। তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। নিজের শেষ ও ইনিংসের ১৯তম ওভারে শুধু উইকেট, মেডেনই নেননি- সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতে মুঠোয় নিয়ে আসেন তিনি। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে মাত্র ৭ রান দিয়েছেন তিনি।

তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব। তার ম্যাজিকাল স্পেলেই ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ৪ ওভারে ৪ উইকেট নিয়ে মাত্র ৭ রান দিয়েছেন এই পেসার। ঝুলিতে আছে দুটি মেডেনও। যা টি-২০ বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। এর আগে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। যদিও সেই ম্যাচটি হারতে হয়েছিল টাইগারদের।

ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তানজিম-ফিজ জুটি। এই দুই বোলারের ৮ ওভারের স্পেলে ৪৮ বলের মধ্যে রান আসেনি ৪১ বলে। আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে ৮০টি।

এদিকে একাই ২১ ডট দিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড গড়েছেন তানজিম সাকিব। এর আগে সর্বোচ্চ ২০ ডট দেয়ার রেকর্ড আছে ৯ বোলারের। নেপালের বিপক্ষে ২০ ডট দিয়ে অবশ্য সংখ্যাটা দশে নিয়ে গেছেন ফিজ। যার আটটিই চলমান আসরের।

 

একুশে সংবাদ/স.ট./ এসএডি

 

Link copied!