অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল করতে পারেনি ফ্রান্সের ফুটবলাররা। ম্যাচে একমাত্র যে গোলটি হয়েছে সেটিও আত্মঘাতী। অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ান ওবার নিজেদের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।
শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।মাঠে এদিন অস্ট্রিয়ার বিপক্ষে গোল না পেলেও আলোচনায় রিয়াল মাদ্রিদে নাম লেখানো কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের বক্সে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দান্সোর কাঁধে লেগে নাকে আঘাত পান এমবাপ্পে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়ান, তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে ম্যাচের ৩৮ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে ফ্রান্সকে লিড এনে দেয় অস্ট্রিয়া। ডি-বক্সের ভেতর থেকে এমবাপ্পের নেয়া ক্রস ক্লিয়ার করতে দিয়ে নিজেদের জালেই বল পাঠান অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ান ওবার।
অস্ট্রিয়াকে হারানোর মধ্য দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের এটি ১০০তম জয়। খুব দাপুটে না খেলতে পারলেও ৩ পয়েন্ট নিয়ে ইউরো শুরু করা গেল, এটাই বোধ হয় ফ্রান্সের জন্য বেশি স্বস্তির।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :