AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেকর্ড গড়লেন রোনালদো, জয় পেল পর্তুগাল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৪০ এএম, ১৯ জুন, ২০২৪
রেকর্ড গড়লেন রোনালদো, জয় পেল পর্তুগাল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি রেকর্ডের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরও নতুন একটি কীর্তি। ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এই নিয়ে ষষ্ঠবারের মতো খেলতে নামার অনন্য নজির স্থাপন করলেন তিনি। তারকা এই ফুটবলারের রেকর্ড গড়ার দিনে শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

চেক রিপাবলিকের হয়ে একটি গোল করেছেন লুকাস প্রভদ। আর পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সিস্কো কোনসেইসাও, অন্য গোলটি ছিল আত্মঘাতী।ম্যাচটিতে বল দখল ও নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পর্তুগালই। ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় তারা। যার মধ্যে ৮টি ছিল চেক রিবাপলিকের গোলপোস্টে। অন্যদিকে ২৬ শতাংশ বল দখলে রেখে পর্তুগালের ডি বক্সে পাঁচবার বল নিয়ে যায় চেক রিপাবলিক। যার মধ্যে ২টি শট লক্ষ্যে রাখে দলটি।

প্রথমার্ধে একাধিকবার আক্রমণে ওঠে পর্তুগাল। তবে সুযোগ মিসের মহড়ায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। আর ডিফেন্সিভ খেলায় পর্তুগালের ডেরায় ভয় ধরাতে ব্যর্থ হয় চেক রিপাবলিক।

বিরতি থেকে ফিরেই খেলার গতি বাড়ায় চেক রিপাবলিক। এতে ম্যাচের ৬২তম মিনিটে পর্তুগালের জাল কাঁপিয়ে দেয় তারা। ভ্লাদিমির কৌফালের পাস থেকে দলকে এগিয়ে দেন লুকাস প্রভদ।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক রিপাবলিক। পর্তুগালের টানা আক্রমণ সামলাতে গিয়ে ভুল করে বসে তারা। আর তাতেই কপাল পুড়ে দলটির। ৬৭তম মিনিটে রবিন হ্রানাচের আত্মঘাতী গোলে সমতায় আনে পর্তুগাল।

এরপর ৮৭তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জোটা। কিন্তু রোনালদো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ ১০ মিনিটে সমানে সমান লড়াই করে দুদল।

ম্যাচের যোগ করা সময়ে ভিটিনহাকে তুলে নিয়ে ফ্রান্সিস্কো কোনসেইসাও মাঠে নামান পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। তাতেই সফলতা পায় দল। বদলি হিসেবে মাঠে আসার মিনিট দুয়েক পরেই দলকে গোলের আনন্দে ভাসান এই ফুটবলার।ফ্রান্সিস্কোর গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!