AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশে হৃদয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৫১ এএম, ১৯ জুন, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশে হৃদয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা দশে। তাওহিদ হৃদয় অন্য একটি তালিকার সেরা দশে আছেন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে পরিচিতি পেয়েছে বোলারদের বিশ্বকাপ হিসেবে। ‘ব্যাটারদের বধ্যভূমি’খ্যাত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা বেশ হতাশাজনক। ৯৫ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হৃদয়  নেই ব্যাটারদের সেরা দশের তালিকায়। তবে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটারদের তালিকায় প্রথম দশে আছেন তিনি।

৬ ছক্কা হাকিয়ে তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন হৃদয়। যার মধ্যে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার সময় মেরেছেন ৪ ছক্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে ছক্কার হ্যাটট্রিক করেছিলেন। হৃদয়ের সমান ৬টি করে ছক্কা মেরেছেন ট্রাভিস হেড ও চারিথ আসালাঙ্কা।

বিশ্বকাপে এখনো পর্যন্ত ছক্কা মারার দিক থেকে যৌথভাবে শীর্ষে দুই আয়োজক দলের দুই ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান দুজনেই মেরেছেন ১৩ ছক্কা। মঙ্গলবার (১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রান করেছেন পুরান। মেরেছেন ৮ ছক্কা। আর জোনস তার ১৩ ছক্কার ১০টাই মারেন কানাডার বিপক্ষে। এছাড়া আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস মেরেছেন ১০টি করে ছক্কা।

 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মারা ১১ ক্রিকেটার
ছক্কা                                     দল
অ্যারন জোনস                    ১৩    যুক্তরাষ্ট্র
নিকোলাস পুরান                  ১৩    ওয়েস্ট ইন্ডিজ
রহমানউল্লাহ গুরবাজ          ১০    আফগানিস্তান
মার্কাস স্টয়নিস                    ১০    অস্ট্রেলিয়া
ট্রাভিস হেড                            ৯    অস্ট্রেলিয়া
জর্জ মানসি                             ৯    স্কটল্যান্ড
ব্র্যান্ডন ম্যাকমুলেন               ৮    স্কটল্যান্ড
শারফেন রাদারফোর্ড            ৭    ওয়েস্ট ইন্ডিজ
তাওহিদ হৃদয়                        ৬    বাংলাদেশ
 চারিথ আসালাঙ্কা                 ৬    শ্রীলঙ্কা
ডেভিড ওয়ার্নার                     ৬    অস্ট্রেলিয়া
 

*২০২৪ সালের ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত 


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!