চলতি বছর ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে উভয় দল। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর গড়াবে প্রথম ম্যাচ। কানপুরে দ্বিতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর। ২টি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর পালা সংক্ষিপ্ত সংস্করণের।
৬ অক্টোবর ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টি। দিল্লিতে ৯ অক্টোবর দ্বিতীয় ও হায়দরাবাদে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডও ভারতে সফর করবে। ১৬ অক্টোবর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে সিরিজ। ওই সিরিজে অনুষ্ঠিত হবে ৩টি টেস্ট। ১৬ অক্টোবর প্রথম ম্যাচ, ২৪ অক্টোবর হবে দ্বিতীয়টি। এ সিরিজের সবশেষ ম্যাচটি ১ নভেম্বর। এরপর ইংল্যান্ডের বিপক্ষে লড়বে রোহিত শর্মা বাহিনী।
ইংল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ভারত। আগামী বছরের ২২ জানুয়ারি সিরিজ শুরু হয়ে শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
একুশে সংবাদ/জাহা
আপনার মতামত লিখুন :