আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হারেও অনন্য রেকর্ড গড়েছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন ঘূর্ণি জাদুতে ১১তম ওভারে গুরবাজ-ইব্রাহিমের জুটি ভেঙেছে বাংলাদেশ। রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন তারা। ওই ওভারের চতুর্থ বলে জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।
ইব্রাহিমকে ফিরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন রিশাদ। এবারের টি-২০ বিশ্বকাপে ১২ উইকেটে দেশের সবাইকে ছাড়িয়ে যান তিনি। ম্যাচে আরো ২ উইকেট নেন এই লেগি। তাতে সবমিলিয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।
চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরেও আছেন রিশাদ। এর আগে ২০২১ আসরে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ২০২৪ আসরে তার সমান ১১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :