AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানির বিপক্ষে সবকিছুই সম্ভব বলে মনে করছে ডেনমার্ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৫ পিএম, ২৬ জুন, ২০২৪
জার্মানির  বিপক্ষে সবকিছুই সম্ভব বলে মনে করছে ডেনমার্ক

আগামী শনিবার শেষ ষোলর ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে ডেনমার্ক। ড্যানিশ ডিফেন্ডার ইয়ানিক ভাস্টারগার্ডের বিশ্বাস তাদের আন্ডারডগ দলটি এই ম্যাচে নিজেদের প্রমানের যথাসাধ্য চেষ্টা করবে। একইসাথে তিনি সতর্ক করে বলেছেন, সবকিছুই সম্ভব।  

মিউনিখে মঙ্গলবার সার্বিয়ার সাথে গোলশুন্য ড্রয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ডেনমার্ক। ইংল্যান্ড বনাম স্লোভেনিয়ার মধ্যকার গ্রুপ-সি’র অপর ম্যাচটিও একই স্কোরলাইনে শেষ হলে গ্রুপের রানার্স-আপ দল হিসেবে পরের রাউন্ডের টিকেট পেয়েছে ডেনমার্ক। গ্রুপ রানার্স-আপ হিসেবে নক আউট পর্বে ড্যানিশদের প্রতিপক্ষ গ্রুপ-এ’র শীর্ষ দল জার্মানি।  

কাল ম্যাচ শেষে ভাস্টারগার্ড বলেছেন, ‘সবকিছুই সম্ভব। জার্মানি নি:সন্দেহে শক্তিশালী দল। আমাদের অবশ্যই শক্তিশালী পারফরমেন্স দেখাতে হবে। একইসাথে জার্মানিকে তাদের সেরা ফর্ম প্রদর্শন  দেয়া যাবে না।’

স্পেনের সাথে জার্মানিও রেকর্ড তিনবার ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে। কিন্তু ১৯৯২ সালের ফাইনালে ডেনমার্কের কাছে পরাজিত হয়েছিল। ঐ একবারই ইউরোর শিরোপা জয় করেছে ডেনসরা।

ড্যানিশ কোচ কাসপার হুলমান্ড বলেছেন জার্মানি এই টুর্ণামেন্টে অন্যতম ফেবারিট দল। কিন্তু এই ম্যাচের জন্য ডেনমার্কও প্রস্তুত। এ সম্পর্কে ৫২ বছর বয়সী ড্যানিশ কোচ বলেন, ‘জার্মানির বিপক্ষে তাদের মাটিতে খেলাটা আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। জার্মানি নি:সন্দেহে বিশ্বের অন্যতম সেরা দল, কিন্তু আমরাও নিজেদের সেরা দাবী করি। বড় দলের বিপক্ষে মাঠে নামলে আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেবার চেষ্টা করি। ম্যাচের শেষ পর্যন্ত নিজেদের ধরে রাখি।’

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন গতকাল সার্বিয়ার বিপক্ষে ক্যারয়ারের ১৩৩তম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। এর মাধ্যমে তিনি ডেনমার্কের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।  এ সময় এরিকেসেন বলেন, ‘ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সবসময়ই বিশেষ সম্মানের। নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় আমি দারুন খুশী। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে।’ 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!