টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। এবারের আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপায় চোখ রেখে বার্বাডোজে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুই দল। এবার কি অপয়াত্ব কাটাতে পারবে ভারত, না বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়বে? কারা আজ ফেবারিট?
বারবাডোজের ফাইনালের আগে ফেবারিট বলা যাচ্ছে না কাউকেই। অতীতে তারা ২৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে জয়-পরাজয়ের হিসাবে ভারত অল্প ব্যবধানে এগিয়ে। রোহিত শর্মা বাহিনীর ১৪ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ১১টি। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মারক্রাম। তার অধীনে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচ হারের নজির নেই প্রোটিয়াদের। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ২ ম্যাচে দায়িত্ব পালন করে ২টিতেই জয় পান মারক্রাম। শুধু সিনিয়র দলেই না, আইসিসি ইভেন্টে জুনিয়র দলের অধিনায়ক হিসেবেও মারক্রাম কোনো ম্যাচ হারেননি। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার নেতৃত্বে অপরাজিত দল হিসেবে শিরোপাই জিতেছিল প্রোটিয়ারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :