টি-২০ বিশ্বকাপের ৯ম আসরে চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছে ভিরাট কোহোলি ও রোহিত শার্মা। তাদের পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
রোববার (৩০ জুন) নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, `কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় নিয়ে আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অবিচল ঘোড়ার মত সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এবং অন্যান্য ফরম্যাটে ভবিষ্যতেও সেটা করে যাব।`
টি-টোয়েন্টিতে না খেললেও ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে খেলে যাবেন জাদেজা, অবসর ঘোষণার পোস্টে সেটাও স্পষ্ট করেছেন জাদেজা। বিশ্বকাপ জয়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি। সমর্থনের জন্য দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ।
অনেক অপেক্ষার পর অবশেষে ফাইনাল জুজু দূর করল ভারত। টানা অনেকগুলো বিশ্বকাপের ফাইনাল হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারতীয়রা। আর এই বিশেষ অর্জনের পরপরই টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়েছেন বিরাট, রোহিত। রবীন্দ্র জাদেজা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :