AB Bank
ঢাকা শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো, দিলেন অবসরের ইঙ্গিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৩ পিএম, ২ জুলাই, ২০২৪
পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো, দিলেন অবসরের ইঙ্গিত

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের পর অবসর নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকে শ্বাসরুদ্ধকর জয়ের পর অবসরের কথা জানিয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী এ ফুটবল তারকা জানান, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্টে। এরপরই অবসরে যাবেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলাক তার পেনাল্টি রুখে দেন। এ নিয়েও কথা বলেন তিনি, ‘প্রথমে বিষয়টি দুঃখের ছিল। তবে শেষে তা আনন্দে রূপ নেয়। ফুটবলে এমনই হয়। মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আবার সেটাই সবকিছুই নয়। আমি এ পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম। তবে ওবলাক এটি রুখে দেয়।’

May be an image of 2 people, people playing football, people playing American football, crowd and text

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘ইউরো টুর্নামেন্টে এটিই আমার শেষ উপস্থিতি। এটি কেবল আমাকে শক্তি জোগায় না, বরং উৎসাহও দেয়। আমি আমার দর্শকদের জন্য দুঃখিত। এ জার্সির জন্য আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সারাজীবন তাই করব। তবে তোমাকেও (সতীর্থদের) দায়িত্ব নিতে হবে।’

রোনালদোর কান্নায় ভক্তদের উপহাস!

বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) রাতে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়াকে পেনাল্টি শুট আউটে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ফলে শেষ আটে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা। সাবেক দুই ইউরো চ্যাম্পিয়নের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলারপ্রেমীরা।

পতুর্গাল তো বটেই বিশ্বকাপের ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২১১ ম্যাচে তার গোল ১৩০। কিন্তু চলতি ইউরো কাপে এখন পর্যন্ত গোল করতে পারেননি রোনালদো।

May be an image of 1 person, playing American football, playing football and text

এদিকে নিজে গোল করতে না পারলেও দলের জয়ে দারুণ খুশি পর্তুগিজ কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাখ্যা না করতে পারার মতো কিছু মুহূর্ত। সবকিছু দিয়ে আমাদের সমর্থন দেওয়ার জন্য, ধন্যবাদ!’

একুশে সংবাদ/এনএস

Link copied!