AB Bank
ঢাকা শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা ফেরার পর নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৫৯ পিএম, ২ জুলাই, ২০২৪
টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা ফেরার পর নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই

ওয়েস্ট ইন্ডিজ থেকে রোহিত-কোহলিরা দেশে ফেরার পরই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারন টি-টোয়েন্টি বিশ^কাপ শেষে ভারতের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। নতুন কোচের নিয়োগে দ্বারপ্রান্তে বিসিসিআই।

এ মাসের শেষ দিকে শ্রীলংকা সফরের আগেই নতুন কোচ  নিয়োগ দিবে বিসিসিআই। ২৭ জুলাই থেকে শুরু হওয়া শ্রীলংকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

ভারতের পরবর্তী কোচ হবার পথে এগিয়ে আছেন সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করেছেন তিনি। সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ৪২ বছর বয়সী গম্ভীর।  আসরে কলকাতার মেন্টর হিসেবে কাজ করলেও, দলের মূল পরিকল্পনার দায়িত্বে ছিলেন তিনিই।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গম্ভীরের সাথে ভারতের কোচ হবার দৌড়ে আছেন আরেক সাবেক ব্যাটার ৫৯ বছর বয়সী ওয়ার্কেরি ভেঙ্কট রমন। ভারতের নারী দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রমন।

ভারতীয় বার্তা সংস্থ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার(পিটিআই) রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এরইমধ্যে ‘সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকায়’ দুই প্রার্থীর নাম রেখেছে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি। শাহ বলেন, ‘কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে, মুম্বাই পৌঁছানোর পর আমরা সেভাবেই সিদ্বান্ত নিবো।’

বার্বাডোজে ভারতীয় সাংবাদিকদের সাথে আলাপকালে শাহ জানান, হারিকেন বেরিলের কারনে ফ্লাইট বিলম্বিত হওয়ায় আটকে পড়েছে দল। তিনি বলেন, ‘আপনার মতো আমরাও আটকে পড়েছি।’

গত শনিবার বার্বাডোজে বিশ^কাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয়ে ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টির শিরোপা জিতে ভারত। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম আইসিসির কোন শিরোপা জিতলো টিম ইন্ডিয়া।

আগামী ৬ থেকে ১৪ জুলাই জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শাহ জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!